আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৯কে বরণ করে নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভা যাত্রায় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয় তুলে ধরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোষাকে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে।
মঙ্গল শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আবাহমান বাংলার ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।
এবারও বর্ণাঢ্য আয়োজনে পোড়াবাড়িয়া, আজলদী, দরগা বাজার, এগারসিন্দুরসহ উপজেলার বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীন মেলা অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply