ওয়াসিম উদ্দিন সোহাগ, তাড়াইল (কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অত্র উপজেলার হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা যায়, আজ ২৭ এপ্রিল ২০২২ খ্রীঃ বুধবার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমাস হোসেনের সভাপতিত্বে এই কার্যক্রম শুরু করা হয়। হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনিতা দাস, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফিরোজ মিঞা তিনি নিজ হাতে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নিযুক্ত ডাঃ মন্জুরুল ইসলাম, ডাঃ সারোয়ার হোসেন রনি তিনি আইএমসিআই নিউট্রেশন কর্ণারে আগত মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স বিলকিস আক্তার, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন তাড়াইল উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব আবদুর রউফ তালুকদার।
Leave a Reply