মোবারক হোসেন, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব স্টেশনের আউটারে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম হোসেন শিকদার সাংবাদিকদের ২০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তবে প্রত্যেক্ষদর্শীরা জানান, নিহতের সংখ্যা আরো অনেক বেশি। এখনো উল্টে যাওয়া বগিতে অনেক মানুষ আটকা পড়ে আছে। আহতদের সংখ্যাও দুই শতাধিক হবে বলে জানান তারা।
জানা যায়, ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার পর পরই স্টেশনের আউটারে মালবাহী ট্রেনটি পেছন দিকে থেকে ধাক্কা দিলে এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি যাত্রীসহ উল্টে যায়। মালবাহী ট্রেনটি সিগন্যাল না মানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে রেল কর্তৃপক্ষের দাবি।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।
বিস্তারিত আসছে পরবর্তী নিউজে…….
Leave a Reply