নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :
নাম পরিচয় গোপন রেখে ২৭ বছর ধরে পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না ভৈরবের ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওয়াহিদুল্লাহর। অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা। গত রোববার রাতে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার বিন্নারবন্দ ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জের ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ওয়াহিদুল্লাহ (৬৫) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মৌটুপি গ্রামের মৃত রুপ বাদশাহের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আসামি ওয়াহিদুল্লাহ রাজধানী ঢাকার গুলশানের বস্তিতে বসবাস করতেন। তিনি তেজগাঁও বেগুনবাড়ি এলাকার একটি গার্মেন্টসের সামনে বাদাম বিক্রি করতেন। এর সূত্র ধরে ওই গার্মেন্টসের দারোয়ান নিজামের সঙ্গে ওয়াহিদুল্লাহর বন্ধুত্ব গড়ে ওঠে। কিছুদিন পর নিজাম তাঁর কথিত স্ত্রীকে (ভুক্তভোগী তরুণী) নিয়ে ভৈরব উপজেলার মৌটুপি গ্রামে ওয়াহিদুল্লাহর বাড়িতে দাওয়াতে আসেন। দাওয়াত শেষে বিকেলে তাঁর কথিত স্ত্রী ঢাকায় চলে যাওয়ার বায়না ধরেন। পরে ওয়াহিদুল্লাহ, নিজাম ও কথিত স্ত্রী বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন সকালে ওই কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ওয়াহিদুল্লাহ আত্মগোপনে চলে যান। কিছুদিন ঢাকায় থাকার পর তিনি সুনামগঞ্জে চলে যান। সুনামগঞ্জে কয়লার শ্রমিক হিসেবে দীর্ঘদিন কাজ করেন। পরে জমি বর্গা নিয়ে কৃষি কাজ করতেন। এই সময়ের মধ্যে ওয়াহিদুল্লাহ ভৈরবের জমিজমা বিক্রি করে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বিন্নারবন্দ এলাকায় অদুদ মিয়া (ছদ্মনাম) নামে স্থায়ী নিবাস গড়ে তোলেন। আসামি ওয়াহিদুল্লাহ এবং তাঁর পরিবারের সদস্যদের ওই এলাকায় নতুন পরিচয়ে বসবাস শুরু করেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন হোসাইন জানান, ২০০২ সালের ৯ অক্টোবর আসামি ওয়াহিদুল্লাহকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে। ঘটনার পর থেকেই ওয়াহিদুল্লাহ প্রায় ২৭ বছর যাবৎ পলাতক ছিলেন। পলাতক থাকা অবস্থাতেই আদালত তাঁর সাজার রায় ঘোষণা করেন। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে ওয়াহিদুল্লাহকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওয়াহিদুল্লাহকে কারাগারে পাঠানো হয়।
Leave a Reply