নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক চাপায় মাদ্রাসার শিক্ষক সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে করিমগঞ্জ সরকারি কলেজ মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও কৌশলে পালিয়ে যায় চালক।
নিহতরা হলেন, ইটনা উপজেলার কমলভোগ এলাকার হাজী মো. সমীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাশেম (৪৫) ও তাড়াইল উপজেলার কাজলা এলাকার হাফিজ উদ্দিনের ছেলে সম্রাট (৪০)। নিহত হাবিবুর রহমান হাশেম চৌগাঙ্গা পুরান বাজার কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছিলেন। আর সম্রাট ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাঙ্গা পুরান বাজার কামিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান হাশেম ভাড়ায় মোটরসাইকেল চালক সম্রাটকে নিয়ে করিমগঞ্জ সুবাহানিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার ডিউটি করতে আসছিলেন। তাদের মোটরসাইকেলটি করিমগঞ্জ কলেজ মোড় এলাকায় পৌঁছালে করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় করিমগঞ্জ থানা পুলিশ।
Leave a Reply