নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভাইকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে ভাবীর হাতে ননদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিন জনকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসমা (৫৫) একই উপজেলার লনাবাইদ এলাকার দুলাল মিয়ার স্ত্রী। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে সহ ৭ সন্তানের জননী ছিলেন।
এই ঘটনায় আটক তিন জন হলেন, নিহতের ভাই শাহজাহান মিয়ার স্ত্রী নাছিমা (৪৫), নাছিমার ছোট বোন আব্দুস সাত্তার মিয়ার স্ত্রী নার্গিস বেগম (৩৫) ও নাছিমার মেয়ে রুবেল মিয়ার স্ত্রী সাথী আক্তার (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্বামী শাহজাহান মিয়ার সাথে ঝগড়া হয় তার স্ত্রী নাছিমার। এক পর্যায়ে স্বামী শাহজাহান মিয়া কে মারধর করে স্ত্রী নাছিমা। শাহজাহান মিয়ার বোনদের বাড়ি পাশাপাশি হওয়ায় এই খবর শুনে মঙ্গলবার সকালে তারা ভাইয়ের বাড়িতে আসে। ভাইয়ের পক্ষে প্রতিবাদ করে ভাইকে কেন মারধর করেছে তা বোন আছমা ও নাদিরা জানতে চাইলে আছমার সাথে ভাবী নাছিমার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে নাছিমা, তার মেয়ে সাথী ও ছোট বোন নার্গিস মিলে আছমার চুল ধরে টানাটানি, কিল ঘুষি, গলায় চাপ দিয়া ধরলে মাটিতে লুটিয়ে পড়েন আছমা। সাথে সাথে আছমার নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে স্থানীয় লোকজন আছমাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে আছমার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply