নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে বাজিতপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ রুবেল মিয়া (২৫) নামের এক মাদক কারবারি গ্রেফতার। বুধবার (২৩ আগষ্ট) রাতে উপজেলার সরিষাপুর এলাকায় বিদেশী মদের বোতল বিক্রি করার সময় তাকে গ্রেফতার করা হয়। গ্ৰেফতার রুবেল মিয়া উপজেলার দাসপাড়া দিঘীরপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে এসআই (নিরস্ত্র) মো. রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মাদক কারবারি রুবেল মিয়াকে গ্ৰেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রুবেল মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply