আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চরপলাশ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট আইসিটি ভবন উদ্ভোধন ও ৫৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ফিতা কেটে ভবনের উদ্ভোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাংসদ সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি।
চর পলাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম (আহাদ) এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাংসদ নূর মোহাম্মদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতিও আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিঃ এর পরিচালক রাশেদুল মাহমুদ রাসেল, পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু , পাকুন্দিয়া থানা ওসি নাহিদ হাসান সুমন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।
উক্ত প্রতিষ্টানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুনাহার প্রধান অতিথিকে প্রতিষ্টানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Leave a Reply