আবু হানিফ, পাকুন্দিয়া :
আজ২১ই এপ্রিল রোজ বৃহস্পতিবার বাদ আসর পাকুন্দিয়া ইসলামী এতিমখানায় পাকুন্দিয়া অনার্স-মাস্টার্স ছাত্রকল্যাণ এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জালাল মোহাম্মদ গাউছ শাওনপ্রতিষ্ঠাতা সভাপতি, মিজানুল হক রিয়াজ সাংগঠনিক,শাহীন আলম, সুজন মাহমুদ, আবদুল্লাহ, এনামুল হক সুমন, ,তরিকুল ইসলাম শাহীন, মিজাপুর আলীম মাদ্রাসা সহকারী শিক্ষক সাইফুল্লাহ,মাহমুদ হাসান রাসেল, মোকারিম হোসেন উপস্থিত ছিলেন সভাপতি করেন হুদয় হোসেন পরিচালনা করেন হিমেল , উপস্হতি ছিলেন সোহারব উদ্দিন, মুনাজাত পরিচালনা করেন মোতাহার হোসেন।
Leave a Reply